বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভোটারদের পাশে থাকার অঙ্গীকার, SIR সচেতনতায় এগিয়ে এলেন সারিফ শেখ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৭ এএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

মঙ্গলবার থেকেই গোটা দেশের ১২ টি  রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে  SIR।নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি এনুমেরাসন ফর্ম বিলি করতে শুরু করেছে তারা। তার পরেই সাধারণ মানুষকে SIR নিয়ে অভয়বাণী দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন ধুলিয়ান পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সারিফ শেখ।SIR নিয়ে কোনরকম আতঙ্ক নয়, বরং সচেতনতার সঙ্গে ফর্ম ফিলাপ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার বার্তা দিতে বুধবার সন্ধ্যায়  নিজের ওয়ার্ডে বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয় কাউন্সিলর সারিফ শেখের  পক্ষ থেকে। কাউন্সিলর সারিফ শেখের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় “ SIR সচেতনতামূলক আলোচনা সভা”। সভাটি অনুষ্ঠিত হয় ধুলিয়ান বিদ্যাসাগর স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, যেখানে স্থানীয়দের ভিড়ে মুখর হয়ে ওঠে এলাকা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ এলাকার বিশিষ্টজনেরা। “SIR নিয়ে ভয় নয়, সচেতনতা জরুরি। সবাইকে সঠিকভাবে তথ্য যাচাই করে ফর্ম পূরণ করতে হবে।” ফরম পূরণ থেকে শুরু করে সার্বিকভাবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয় বিধায়ক এবং ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে। শুধু ফরম ফিলাপই নয় সর্বত্রভাবে  ভোটারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাউন্সিলার সারিফ শেখ । সচেতনতামূলক সভায় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষকে সচেতন করতে এধরনের উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন বিশিষ্ট জনেরা। এদিনের সচেতনতা সভায় উপস্থিত ছিলেন  বিধায়ক আমিরুল ইসলাম , কাউন্সিলর শরিফ শেখ , ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কাউসার আলীসহ অন্যান্য নেতৃত্বগন।