সূতির বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ২৫ লক্ষ টাকার মোবাইল উদ্ধার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩৪ এএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ১১:৩৪ এএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার
সফিকুল ইসলাম,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সূতি থানার বাজিতপুর ঘাটে বড়সড় সাফল্য অর্জন করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করল প্রায় ৩০০টি মোবাইল ফোন, যার বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে ১০টি আইফোন রয়েছে বলেও জানা গেছে।
পুলিশ সূত্রের খবর, সোমবার গভীর রাতে সূতি থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায় বাজিতপুর ঘাট এলাকায় থেকে তিনটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগগুলো খুলে দেখে,তেই বিপুল পরিমাণ নতুন মোবাইল ফোন রয়েছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, এই ফোনগুলো সীমান্ত এলাকায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
এই ঘটনায় ফারাক্কা এসডিপিও শেখ শামসুদ্দিন জানান—গোপন সূত্রে খবর পেয়ে আমাদের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বাজিতপুর ঘাট থেকে তিনটি ব্যাগ উদ্ধার হয়, যার ভেতর থেকে প্রায় ৩০০টি মোবাইল ফোন পাওয়া গেছে। এর মধ্যে ১০টি আইফোন রয়েছে। মোট মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। সূতি থানার পুলিশ খুব দক্ষতার সঙ্গে অভিযানটি সম্পন্ন করেছে।
তিনি আরো জানান, এর আগে জাল টাকা, মাদকদ্রব্য ও অবৈধ আমস পাচার রুখতেও সূতি থানার পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ রোধে পুলিশ সর্বক্ষণ তৎপর রয়েছে।উদ্ধার হওয়া মোবাইলগুলির মালিকানা যাচাই করতে তদন্ত শুরু করেছি বৈধ প্রমাণপত্র উপস্থাপন করতে পারলে মালিকদের হাতে ফোন ফেরত দেওয়া হবে। এই ঘটনাচক্রে কে বা কারা জড়িত হয়েছে তার খতিয়ে দেখছে পুলিশ।
