ভোটের আগে সাগরদিঘীতে তৃণমূলের ভাঙন! সহ সভাপতি মইনুল সেখ যোগ দিলেন ওয়াইসির মিম পার্টিতে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:২৫ এএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার | আপডেট: ০৮:২৫ এএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার

পুষ্প প্রভাত,সাগরদিঘী মুর্শিদাবাদ, সংবাদদাতা আনারুল হক: ভোটের প্রাক্কালে দলের ভাঙ্গন দেখা গেল সাগরদিঘীতে, তৃণমূল দল পরিবর্তন করে আসাউদ্দিন ওয়াইসির মিম পার্টি তে যোগ দিলেন মইনুল সেখ। গত দিন তিনেক আগে সাগরদিঘীর বোখরা ১ নম্বর অঞ্চলের সহ সভাপতি মাইনুল সেখ হটাৎ বিধায়ক এর হটস্যাপ গ্রপে ইস্তফা দেওয়ার ম্যাসেজ করে, তিনি তৃণমূল দলের সঙ্গে থাকতে চাইনা, কিন্তু কেন শাসকদের সঙ্গে থাকতে চাইনা মইনুল সেখ ? আর কেনই বা হটাৎ দল পরিবর্তন। প্রশ্ন সাগরদিঘীর মানুষের মাঝে, ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় তিনি সাংবাদিক সাক্ষাৎকার করে বলেন তৃনমুল কংগ্রেসে ভালো মানুষের জায়গা নেই, সেখানে ভালো মানুষের সংখ্যা কম থাকার কারনে দলে অনেক ভালো মানুষ সম্মান পাচ্ছে, আর তাই আমি দল পরিবর্তন করলাম। তিনি আরও বলেন সাগরদিঘী তে বিরোধী অনেক শক্তিশালী, কে বলেছে বিরোধী নেই, তাহলে তৃণমূল ভেঙে মানুষ অন্যানো দলে যাচ্ছে কেন? আজ সারাদিন ৫০০ - ৭০০ মানুষ আমাকে ফোন করেছে, আমি মিমে যোগদান করেছি বলেই। আগামী দিনে সাগরদিঘী ব্লকের প্রতিটি বুথে বুথে মিম পার্টির সংগঠন সক্রিয় সদস্য তৈরি করে মিম পার্টি কে সাগরদিঘী তে দার করাবো নিশ্চিত।