রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

ধুলিয়ানে জালনোট পাচারের চক্র ভাঙল পুলিশ, এক মহিলা-সহ দুইজন আটক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার | আপডেট: ১১:৫৫ এএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার

 সামসেরগঞ্জ থানার পুলিশের বড় সাফল্য। শনিবার গভীর রাতে ধুলিয়ান কলাবাগান ঘাট এলাকা থেকে দুই লক্ষ টাকার জালনোট উদ্ধার। ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক মহিলা-সহ দুইজনকে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম ফরিদা বিবি (৩৯) এবং তৈমুর শেখ (৪৫)। উভয়ের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত ১৮ মাইল এলাকা। পুলিশ সূত্রে খবর, জালনোট নিয়ে ধুলিয়ান এলাকায় লেনদেনের প্রস্তুতি চলছে এমন খবর আসে পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতে শনিবার রাতে ফাঁদ পেতে অভিযান চালায় জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। ধুলিয়ান কলাবাগান ঘাট এলাকায় 

অভিযানে ধরা পড়ে দুই অভিযুক্ত। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫০০ টাকার নোটে মোট দুই লক্ষ টাকার জালনোট। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মালদা সীমান্ত এলাকা থেকেই এই জালনোটগুলো নিয়ে আসা হয়েছিল এবং তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। রবিবার সামসেরগঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ফরাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন। তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে এবং আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। রবিবারই ধৃত দুজনকে বিশেষ আদালতে পেশ করা হবে বলে সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। জালনোট চক্রের পেছনে আরও বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।