রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

ফরাক্কায় চাঞ্চল্য! আবাসন থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, চিঠিতে লেখা— “Sorry... I am give up”

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার | আপডেট: ০৮:৩৭ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার

ফারাক্কা: মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারাজ আবাসন চত্বরে সকাল ১০টা নাগাদ গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম পিন্টু সরকার (৩১)। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি চিঠি। সেখানে ইংরেজিতে লেখা—

“Sorry... I am give up.

Don't cry... 

Good bye.”

চিঠির নিচে ফোনের পাসওয়ার্ডের চিহ্নও আঁকা ছিল বলে জানা গিয়েছে।মৃতের বাবা জানান, সকাল ৬টা নাগাদ পিন্টু আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ফোনটা ধরতে পারিনি। পরে আমি ফোন করলে কোনো উত্তর পাইনি। এরপরই খবর পাই, ও নিজের ঘরে গলায় ফাঁস দিয়েছে।”খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় ফরাক্কা থানার পুলিশ ও সিআইএসএফ বাহিনী। উদ্ধার করা হয় দেহটি, এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়ে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।