অসুস্থ পরিবারের পাশে সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৫৪ এএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার | আপডেট: ১১:৫৪ এএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

পুষ্প প্রভাত, সফিকুল ইসলাম, সাগরদীঘি: মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির পোপাড়া গ্রামের এক হৃদয়স্পর্শী ঘটনা। প্রায় তিন মাস আগে মুতালিম শেখ নামে এক যুবকের কিডনিতে গুরুতর সমস্যা ধরা পড়ে। এরপর থেকে শহরের হাসপাতালে চলছে তার চিকিৎসা। তবে অভাব-অনটনের সংসারে চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, সংসারের দায়িত্ব নিতে বাধ্য হয় মুতালিমের নাবালক পুত্র শফিকুল শেখ। কিন্তু দুর্ভাগ্যবশত, কাজের সময় এক দুর্ঘটনায় গুরুতর জখম হয় সে। বর্তমানে বাবা-ছেলে দুজনই শয্যাশায়ী। একদিকে চিকিৎসার ভার, অন্যদিকে সংসার চালানোর খরচ— সর্বস্বান্ত পরিবার সম্পূর্ণ দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছিল। এই খবর জানতে পারেন সাগরদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। খবর পেয়ে তিনি নিজে উদ্যোগ নিয়ে ওই পরিবারের হাতে তিন মাসের খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পৌঁছে দেন। শুধু তাই নয়, তিনি আশ্বাস দেন ভবিষ্যতেও পরিবারের পাশে থেকে চিকিৎসার খরচে সহযোগিতা করবেন।
সাগরদিঘী অঞ্চলের সভাপতি রাজা শেখ তিনি জানান, পেটের তাগিদে প্রতিদিনের মতোই গাড়ি চালাতে বেরিয়েছিলেন সাগরদিঘির পোপাড়া গ্রামের বাসিন্দা মোতালিব শেখ, স্থানীয়দের কাছে পরিচিত ‘লাদেন’ নামে। কিন্তু একদিন সড়ক দুর্ঘটনায় তার জীবন ওলটপালট হয়ে যায়। গুরুতর আহত হয়ে তিনি একেবারে কর্মক্ষমতা হারান। সংসারের চাকা যেন হঠাৎ থেমে যায়। চিকিৎসা আর সংসারের খরচ— দুইয়ের দায় একসাথে এসে পড়ে অসহায় পরিবারের ওপর।
বাবার দায় কাঁধে তুলে নেয় ছোট ছেলে। তিনিও জীবিকার জন্য গাড়ি চালানো শুরু করেন। কিন্তু দুর্ভাগ্য যেন তাদের পিছু ছাড়ল না— কিছুদিনের মধ্যেই সেও সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়। এক কিডনি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। এমন মর্মান্তিক পরিস্থিতির খবর পৌঁছায় সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে। বিষয়টি জানতে পেরেই তিনি দ্রুত পদক্ষেপ নেন— অসুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং গত কাল নিজে উপস্থিত হয়ে সেই প্রতিশ্রুতি রাখলেন। বিধায়ক বাইরন বিশ্বাস ওই পরিবারকে তিন মাসের খাদ্যসামগ্রী তুলে দেন এবং সমস্ত চিকিৎসার দায়িত্ব নেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
স্থানিয় বাসিন্দা রাজা শেখ সাগরদিঘী অঞ্চল সভাপতি বলেন, বাইরন বিশ্বাস সত্যিই সাগরদিঘীর নিঃশ্বাস। বহু বিধায়ক দেখেছি, কিন্তু এমন মানবিক, সহানুভূতিশীল নেতা খুব কমই দেখা যায়। তিনি আমাদের গর্ব।”জনসেবায় নজির গড়ছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস—