পারিবারিক দ্বন্দ্বে সাজানো ছিনতাইয়ের নাটক! এক কোটি টাকার গয়না আত্মসাৎ করে চাঞ্চল্য বহরমপুরে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৯ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার | আপডেট: ০৯:২৯ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

বহরমপুর,মুর্শিদাবাদ: চলতি মাসের ৩ তারিখে বহরমপুর থানায় এক মহিলার দায়ের করা অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। গোরা বাজারের বাসিন্দা গায়ত্রী ঘোষ থানায় এসে অভিযোগ দায়ের করেন যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে টোটোতে সোনার গয়না নিয়ে আসার পথে দুই যাত্রী নেশাজাতীয় দ্রব্য ছিটিয়ে তাঁর কাছ থেকে গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।পুলিশ সুত্রে জানাযায়, গায়ত্রী দেবীর অভিযোগ অনুযায়ী, তিনি পিএনবি থেকে টোটোতে চেপে বহরমপুর কোর্ট চত্তরের কাছে অ্যাক্সিস ব্যাঙ্ক পর্যন্ত আসেন। সেই টোটোতে আরও দুইজন যাত্রী ছিলেন। অভিযোগ, ওই দুই যাত্রী তাঁকে নেশাজাতীয় দ্রব্য শরীরে ছড়িয়ে গয়না ছিনিয়ে নেয়। ঘটনার ভিত্তিতে বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ আশপাশের এলাকায় ও বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টোটো চালককে সনাক্ত করে। কিন্তু তদন্তে জানা যায়, আসলে কোনও ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। এরপর গায়ত্রী ঘোষকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে কান্নায় ভেঙে পড়ে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুশান্ত রাজবংশী জানান, গায়ত্রী দেবীর পরিবারে প্রায় এক কোটি টাকার সোনার গয়না ভাগাভাগি নিয়ে পারিবারিক সমস্যা চলছিল। মা ও পরিবারের সদস্যদের ভাগ না দিতে চেয়ে তিনি পুরো গয়না নিজের দখলে রাখতে এই মিথ্যা ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন। পুলিশের তৎপরতায় প্রায় ৯৬০ গ্রাম গহনা উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় এক কোটি টাকা বলে জানাযায়। আইনি পক্রিয়ায় পরিবারের হাতে গহনা ফিরিয়ে দেওয়া হবে বলে জানাযায়। গায়ত্রী দেবীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।