রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে — ৮৬ গ্রাম হেরোইন ও ৫ লক্ষাধিক টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৩ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার | আপডেট: ০৯:২৩ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

রঘুনাথগঞ্জ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগে বড়সড় মাদকবিরোধী অভিযান। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রাত্রে তেঘরি মণ্ডলপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কামালউদ্দিন বিশ্বাস ওরফে খলিল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার নাম কামালউদ্দিন বিশ্বাস ওরফে খলিল

বাড়ি তেঘরি মণ্ডলপাড়া, রঘুনাথগঞ্জ, ৮৬ গ্রাম হেরোইন ও ৫ লক্ষ ৫০ হাজার টাকা । অভিযানের সময় ধৃতের কাছ থেকে ৮৬ গ্রাম হেরোইন এবং নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া টাকাটি মাদক পাচার ও বিক্রির লেনদেনের সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে তেঘরি মণ্ডলপাড়া এলাকায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে জঙ্গিপুর ফাঁড়ির একটি বিশেষ পুলিশ দল এলাকায় হানা দিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন ও নগদ অর্থ।প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃত কামালউদ্দিন বিশ্বাস ওরফে খলিল স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল বলে জানা গেছে। বর্তমানে ধৃতকে এনডিপিএস মামলা দায়ের করে আদালতে তোলা হয়ে। মাদক পাচারচক্রে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।