সাগরদিঘীতে ফের মানবিক উদ্যোগ বিধায়কের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

প্রচণ্ড বৃষ্টিতে ভেঙে পড়েছে সাগরদিঘীর কৃষ্ণপুর গ্রামের রুমেলা বেওয়ার কাঁচা মাটির ঘর। হঠাৎ ঘটে যাওয়া এই বিপর্যয়ে চরম অসহায় অবস্থায় পড়েন তিনি। খবর পেয়ে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস। বিধায়কের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এদিন রুমেলা বেওয়ার বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন। পরিবারটির হাতে তুলে দেওয়া হয় তিন মাসের খাদ্য সামগ্রী। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে, খুব শিগগিরই নতুন করে তাঁর বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। মানুষের দুঃসময়ে বিধায়কের এই উদ্যোগে সন্তুষ্ট স্থানীয়রা। তাঁদের মতে, “যদি সব নেতা এভাবে মানুষের পাশে দাঁড়ান, তবে দুর্দশা অনেকটাই লাঘব হবে।”