ভেজাল মসলার কারবার ফাঁস, সামশেরগঞ্জে পুলিশের বড়সড় অভিযান
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ০৯:৫০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পুলিশের অভিযানে ধরা পড়ল ভেজাল মসলা তৈরির চক্র। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সামশেরগঞ্জ থানার পুলিশ নতুন ডাকবাংলা নুর মহম্মদ কলেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি ভেজাল হলুদ মিলে হানা দেয়।অভিযানে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং অন্যান্য মসলা বাজেয়াপ্ত করা হয়েছে। আটক হয়েছে প্রায় ছয়জন কর্মচারী। তবে কারখানার মূল মালিক পলাতক বলে জানা গিয়েছে। তার সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।থানা সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী বৈধ হলুদের ব্যবসার আড়ালে অবৈধভাবে ভেজাল মসলা উৎপাদন ও সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছিল। স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের জেলাতেও এসব ভেজাল পণ্য পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।অভিযানে নেতৃত্ব দেন সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন সাব-ইন্সপেক্টর দীপক কুমার দাস, গোপাল সরকার এবং এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর দীপক রজক। এ ধরনের ভেজাল খাদ্যসামগ্রী সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এই অভিযানের মাধ্যমে স্থানীয় মানুষকে বড়সড় বিপদ থেকে রক্ষা করেছে পুলিশ।ভেজাল মসলা গুলো বাইজপ্ত করে পরীক্ষা-নিরীক্ষার চালানো হবে। সেইসঙ্গে ধৃতদের কাছ থেকে পুরো চক্রের হদিশ বের করার চেষ্টা চলছে। কারখানার পলাতক মালিককে দ্রুত গ্রেপ্তারের জন্য তল্লাশি চালাছে।