রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সামশেরগঞ্জ থানার উদ্যোগে, আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনি সচেতনতা ও প্রশাসনিক প্রস্তুতি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ১০:১১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

সামশেরগঞ্জ,সফিকুল ইসলাম: আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার ধুলিয়ানের একটি বেসরকারি লজে শান্তি কমিটির সভার আয়োজন করল সামশেরগঞ্জ থানা। এদিনের বৈঠকে সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত সমস্ত পূজা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় পূজা মণ্ডপে নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, আলো ও বিদ্যুৎ পরিষেবা, রাস্তাঘাটের অবস্থা এবং শৃঙ্খলা বজায় রাখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, সরকার নির্ধারিত নির্দেশিকা মেনেই প্রতিটি পূজা মণ্ডপে উৎসব পালন করতে হবে। ডিজে বাজনা ও LED স্ক্রিন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি উৎসব চলাকালীন কোনো রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারির আশ্বাস দেন পুলিশ কর্তারা।সামশেরগঞ্জ থানার পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে পূজা কমিটির সদস্যরা জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারবেন।ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল হক জানান, পৌরসভা যে কোনও জরুরি পরিস্থিতিতে পূজা কমিটিগুলির পাশে থেকে সহযোগিতা করবে। রাস্তাঘাট সংস্কার, জমা জল অপসারণ ও সাফাই কাজে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে। এ জন্য কলকাতা থেকে অত্যাধুনিক ছয়টি পাম্প আনা হচ্ছে বলেও তিনি জানান। এছাড়া ডাকবাংলো থেকে ধুলিয়ানগামী সড়কটি অতি জীর্ণ অবস্থায় থাকায়, প্রয়োজনে PWD না করলে পৌরসভা উদ্যোগ নিয়ে সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি।জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমজিৎ বড়ুয়া বলেন, “আজকের বৈঠকে আইনি সচেতনতা এবং বিভিন্ন সরকারি দপ্তরের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুর্গোৎসবের সময় ডাকবাংলো থেকে ধুলিয়ানগামী রাস্তায় প্রচণ্ড যানজট দেখা দেয়। এবছর বিশেষ ব্যবস্থা নেওয়া হবে যাতে ভক্তরা নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন। সামশেরগঞ্জের জনপ্রিয় সমাজকর্মী সুশান্ত ঘোষ জানান, প্রতি বছরের মতো এবছরও সামশেরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পালিত হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ফরাক্কার সাব ডিভিশনের SDPO সেখ সামসুদ্দিন, সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ, এসআই দীপক দাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ বহু বিশিষ্টজনেরা।