সুতিতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত এক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৩ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৩ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার

সংবাদ দাতা,সফিকুল ইসলাম, সুতি: রবিবার গভীর রাতে সুতিতে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র। ঘটনায় গ্রেপ্তার হয় এক যুবক। পুলিশের তৎপরতায় ডিহিগ্রাম এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।সুতির থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝির নেতৃত্বে এবং এসআই সুশীত কুমার সিংহের তত্ত্বাবধানে রবিবার গভীর রাতে দিহিগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। সঙ্গে ছিলেন সশস্ত্র পুলিশ বাহিনী। সেই অভিযান চলাকালীন পুলিশ সন্দেহভাজন এক যুবককে আটক করে। পরে তার জিজ্ঞাসা বাদ ও তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম আবু তাহের (পিতা – হেলালউদ্দিন, বাড়ি – নুরপুর, সুতী)। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, একটি ৯ এমএম ম্যাগাজিন ও একটি ৬ এমএম ম্যাগাজিন।আগ্নেয়াস্ত্রগুলি পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসে।ধৃত আবু তাহেরের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে । সোমবার তাকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের সঙ্গে আর কে বা কারা এই চক্রে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে