রঘুনাথগঞ্জে বিশেষ অভিযান! উদ্ধার আড়াই কুইন্টাল গাঁজা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫০ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৮:৫০ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার

সফিকুল ইসলাম, রঘুনাথগঞ্জ: রবিবার গভীর রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে বড় সাফল্য মিলল। ১২ নম্বর জাতীয় সড়কের তালাইমোড় সংলগ্ন এলাকা থেকে আড়াই কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন। বাজেয়াপ্ত করা হয়েছে একটি চার চাকার গাড়িও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম প্রকাশ ঝা (বাড়ি কোচবিহার), নূর ইসলাম (বাড়ি নলহাটি) এবং মহম্মদ সেখ (বাড়ি ইসলামপুর)। রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনক একটি গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়েই মেলে বিপুল পরিমাণ গাঁজা। এরপর তিনজনকেই গ্রেফতার করা হয়। ধৃতদের সোমবার আদালতে তোলা হয় এবং পুলিশ তাদের ৭ দিনের হেফাজতের আবেদন জানায়। গাঁজার এত বড় চালান কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সঙ্গে এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।