রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

মাথা গোঁজার ত্রিপল নিয়ে দুর্গতদের পাশে সুনীল চৌধুরী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার | আপডেট: ০৮:৪৬ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার

সফিকুল ইসলাম,ফারাক্কা,  ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী আবারও মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালেন বন্যাকবলিত মানুষের। রবিবার সকালে ফরাক্কার নয়নসুখ অঞ্চলের টাউনশিপ এলাকায় তিনি দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী হিসেবে ত্রিপল বিতরণ করেন। যেসব এলাকা গুলো অবহেলিত মানুষের সহযোগিতা তেমন ভাবে পৌঁছায় না সেই জায়গায় প্রাণ নিয়েপৌঁছে গেলেন সুনীল চৌধুরী।এদিন পারসুজাপুর, কুলি, দিয়ারসহ আশপাশের বন্যাকবলিত গ্রামে প্রায় পাঁচ শতাধিক পরিবারকে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণ হিসেবে মূলত মাথার উপর ছাউনি দেওয়ার জন্য প্রয়োজনীয় ত্রিপল সরবরাহ করা হয়। ত্রাণ বিতরণের সময় সুনীল চৌধুরী বলেন, জনপ্রতিনিধি না হয়েও মানুষের সেবা করা যায়। ২০১৯-২০ সালে জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি থাকাকালীন এই অঞ্চলে রাস্তাঘাটের উন্নয়ন করেছিলাম। এবছরও বন্যার জেরে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মাথা গোঁজার জন্য অন্তত একটি ত্রিপল তাদের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।স্থানীয় বিশিষ্টজনেরা সুনীল চৌধুরীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের মতে, প্রাকৃতিক দুর্যোগের সময়ে তাঁর সহমর্মিতা দুর্গত মানুষের দুঃখকষ্ট লাঘবে কিছুটা হলেও কার্যকরী হবে। এদিন ত্রাণ গ্রহণকারীদের মধ্যে উপস্থিত স্থানীয় মহিলা অর্চনা মণ্ডল বলেন,এভাবে যে তিনি আমাদের মতো বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এরকম উদ্যোগ তিনি বহুবার নিয়েছেন। ত্রাণ বিতরণ কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণিত হলো, রাজনৈতিক পদ না থাকলেও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো যায়।