সুতিতে ২০ লক্ষ্য টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার তিন যুবক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:২০ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার | আপডেট: ০৮:২০ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার

সুতি মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সুতির সুজনিপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫৭০ গ্রাম হেরোইন উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছে তিন যুবক।স্টেট স্পেশাল টাস্ক ফোর্স, কলকাতা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার ভোররাতে অভিযান চালায় সুতি থানার পুলিশ। রাত প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ।গ্রেফতার হওয়া তিন যুবকের নাম সাহির আলি, ইকবাল খান ও রোনান খান। পুলিশ সূত্রে খবর, তিনজনেরই বাড়ি মণিপুরে। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট ৫৭০ গ্রাম হেরোইন, যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই এলাকায় মাদকদ্রব্য পাচারের কাজ চলছিল।ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে মাদক সংক্রান্ত নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে সুতি থানার পুলিশ। রবিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতে নিয়ে ১০ দিনের জন্য তদন্ত চালানোর আবেদন জানানো হয়। কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।