বছর ঘুরতেই ফের বেহাল রাস্তা, ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ ফরাক্কায়
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৩৭ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার | আপডেট: ০৮:৩৭ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার

সফিকুল ইসলাম, ফারাক্কা: মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনিয়াগ্রাম হাসপাতাল মোড় থেকে এনটিপিসি মোড় পর্যন্ত চৌকিগ্রামের রাস্তার অবস্থা ফের বেহাল হয়ে পড়েছে। মাত্র কয়েক মাস আগে পথশ্রী রাস্তা প্রকল্পের আওতায় মেরামতি হলেও বছর ঘুরতে না ঘুরতেই খানাখন্দে ভরে গেছে প্রায় এক কিলোমিটার এই গুরুত্বপূর্ণ রাস্তা। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা, স্কুল পড়ুয়া থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালকরাও।জানা গেছে, ২০২৩ সালের ১৮ নভেম্বর এই রাস্তার সংস্কারের কাজ শুরু হয় এবং শেষ হয় ২০২৪ সালের ৯ জানুয়ারি। কাজের জন্য ব্যয় হয় ১৬ লক্ষ ৩৪ হাজার ৬৩০ টাকা। তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ ১ নম্বর জেলা পরিষদের সদস্যা অঞ্জুমারা খাতুন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে। ফরাক্কার এই রাস্তার উন্নয়নও সেই প্রকল্পের অঙ্গ হিসেবেই হয়েছিল। তবে অভিযোগ, ঠিকাদার সংস্থা সঠিকভাবে কাজ না করায় কয়েক মাসের মধ্যেই রাস্তার গুণগত মান ভেঙে পড়ে। অঞ্জুমারা খাতুনের দাবি—মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের স্বার্থে উন্নয়নের টাকা বরাদ্দ করেছেন। কিন্তু ঠিকাদার সংস্থা সঠিকভাবে কাজ করছে না। ফলে রাস্তা ফের বেহাল দশায় পরিণত হয়েছে। আমি চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক এবং টাকা যেন সঠিকভাবে খরচ হয়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রাস্তা ভাঙাচোরা অবস্থায় ছিল। প্রতিদিন বহু মানুষ এই রাস্তা ব্যবহার করেন—হাসপাতালে রোগী যাতায়াত, স্কুলে পড়ুয়া যাওয়া, ব্যবসা-বাণিজ্য ইত্যাদির জন্য। তাই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের রাস্তার এমন অবস্থা হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।অ্যাম্বুলেন্স চালকেরা জানিয়েছেন, জরুরি রোগী নিয়ে যাতায়াতের সময় এই রাস্তার কারণে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। স্কুল পড়ুয়ারাও প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করছে।বর্তমানে রাস্তার এই পরিস্থিতিতে স্থানীয়দের দাবি, দ্রুত পুনরায় সংস্কারের পাশাপাশি দায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।