রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

লালগোলায় ২৬৭ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেফতার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৪:৫৮ পিএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার

 

লালগোলা: মঙ্গলবার আজ ভোর রাত ২টা ৪৫ মিনিটে গোপন সূত্রের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ কৃষ্ণপুর রেলওয়ে স্টেশনের কাছে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছেন ভবানিপুরের সাবির হোসেন ওরফে বদশা (৩৭), সর্দপাখিয়ার রাজারমপুরের রোহিত শেখ (২৪) এবং লিয়াকত আলি।ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও আনুমানিক ২৬৭ গ্রাম হেরোইন সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদকটি কোথা থেকে আনা হয়েছে এবং এর পেছনে কোনো বড় চক্র জড়িত কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের স্থানীয় আদালতে তোলা হয় এবং আট দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।, যাতে তদন্ত কার্যক্রম আরও ত্বরান্বিত করা যায়। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে, যাতে এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে।