রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

বাসুদেবপুরে ফেনসিডিল সহ গ্রেপ্তার মদনার যুবক,আজই আদালতে পাঠালো পুলিশ।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০১:৪৫ পিএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার

সামশেরগঞ্জ :৭০ বোতল ফেনসিডিল সহ এক যুবককে গ্রেপ্তার করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে সামসেরগঞ্জের বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মহম্মদ নাসির আলী। তার বাড়ি সুতি থানার মদনা এলাকায়। বাইকে করে ফেনসিডিল গুলো নিয়ে যাচ্ছিল ওই যুবক। তখনই সন্দেহাতীত ভাবে নাকা করার সময় ধরা পড়ে সে। মঙ্গলবার ধৃত যুবককে আদালতে পাঠানো হয়। ফেনসিডিল কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।