মুর্শিদাবাদে গঙ্গার জল বিপদসীমার উপরে, বন্যা আতঙ্কে স্থানীয়রা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৯ এএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৯:২৯ এএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার

নিজস্ব সংবাদ, ফারাক্কা: মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে গঙ্গার জলস্তর বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি-সহ একাধিক এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে রাতের ঘুম হারাম হয়ে পড়েছে স্থানীয়দের।উত্তর মহাদেব নগর গ্রামের বাসিন্দা নাসির শেখ জানান, “গঙ্গার জল ক্রমশ বাড়ছে, গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। যদি মাসনা নদীর পাহাড়ি জল নেমে আসে, তবে বন্যা অনিবার্য।” স্থানীয় ফরিদা বিবি জানান, “গঙ্গার জোয়ারে ইতিমধ্যে ছ’টি বাড়ি ভেঙে গেছে। আরও কয়েকটি বাড়ি অর্ধেক ধসে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেকোনো মুহূর্তে সেগুলোও ভেঙে পড়তে পারে।”পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার ফরাক্কা ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জঙ্গিপুরের এসডিও। একাম জে সিং তিনি জানান, কিছু জায়গায় জল ঢুকেছে, সেটি আটকানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে আরও সহায়তা করা হবে।”এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিও, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া, ফরাক্কা ব্লকের বিডিও জুনায়েদ আহমেদ এবং ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র-সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।