সাগরদিঘীতে গাঁজা সহ ঝাড়খণ্ডের যুবক গ্রেফতার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪১ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার | আপডেট: ১১:৪১ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার

রবিবার রাতে সাগরদিঘী থানার মোরগ্রাম ১২ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং অভিযানে প্রায় ২২ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আলিমুদ্দিন শেখ, বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলায়।অভিযোগ, আলিমুদ্দিন শেখ বাসযোগে কোচবিহার থেকে বস্তাভর্তি গাঁজা নিয়ে আসছিলেন। মোরগ্রামে বাস থেকে নেমে বীরভূমের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে ১২ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চলাকালীন পুলিশ তাঁর কাছ থেকে গাঁজাভর্তি বস্তা উদ্ধার করে।ধৃতকে রবিবারই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। গাঁজা পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে সাগরদিঘী থানার পুলিশ