রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সুতি থানার উদ্যোগে উদ্ধার হওয়া ৪০টি মোবাইল ফেরত পেলেন প্রকৃত মালিকরা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার | আপডেট: ১১:৩৫ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার

নিজস্ব সংবাদ, সুতি: জঙ্গিপুর জেলা পুলিশের অন্তর্গত সুতি থানার উদ্যোগে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে। রবিবার সুতি থানায় আয়োজিত এক অনুষ্ঠানে থানার পক্ষ থেকে মোট ৪০ জনের হাতে তাদের হারানো ফোন তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি, এসআই আশিক মুক্তারসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।শুধুমাত্র সুতি থানার পক্ষ থেকেই উদ্ধার হওয়া এই ৪০টি ফোন,ফেরত পাওয়ায় খুশি প্রকাশ করেন প্রাপকরা। দামি স্মার্টফোন ফিরে পেয়ে আনন্দিত হয়ে সাধারণ মানুষ কৃতজ্ঞতা জানান পুলিশ প্রশাসনকে। শুধু মোবাইল ফেরত দেওয়াই নয়, এদিন থানার পক্ষ থেকে উপস্থিত মানুষদের বাল্যবিবাহ রোধ ও সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ সচেতনতা বার্তাও প্রদান করা হয়। সমাজের উন্নতির জন্য প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন জরুরি, তেমনি সচেতন নাগরিক হিসেবে অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।