ফারাক্কার বন্যা দুর্গতদের পাশে সমাজসেবী সুনীল চৌধুরী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৮ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার | আপডেট: ১০:১৮ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার

নিজস্ব সংবাদ,ফারাক্কা: গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় ফারাক্কার একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। নিমতলা, শিকারপাড়া ও ডেয়ার ফরেস্টসহ বিভিন্ন এলাকায় হুহু করে ঢুকছে নদীর জল, বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ জনজীবন। জলবন্দি মানুষ খাদ্য, জ্বালানি ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকটে ভুগছেন।এই পরিস্থিতিতে রবিবার সকালে বন্যা পরিস্থিতি এলাকায় সরেজমিনে দেখতে দুর্গত এলাকায় পৌঁছান ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী। স্থানীয়দের মুখে দুর্দশার কথা শুনে তিনি সহযোগিতার আশ্বাস দেন—এবং নিজ উদ্যোগে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া হবে এবং বিষয়টি প্রশাসনের নজরে আনবো বলে বলে সুনীল চৌধুরী।বন্যা কবলিত এলাকা পরিদর্শনের শেষে তিনি বলেন,সেখান কার মানুষ জানিয়েছে, এখনো পর্যন্ত শাসক দলের কোনো জনপ্রতিনিধি বা সরকারি ত্রাণ তাদের কাছে পৌঁছায়নি। যাতায়াত ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ায় খাদ্য ও রান্নার গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। জলমগ্নতার কারণে চিকিৎসা সুবিধাও প্রায় অপ্রাপ্য হয়ে পড়েছে।তাই আমরা ত্রাণ বিতরণের পরিকল্পনা নিয়েছি।এই বিষয়ে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান, “এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন হয়েছে। আমরা জলমগ্ন এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।আরো যা কিছু ব্যবস্থা করার করছি।উল্লেখ্য যে,স্থানীয় বাসিন্দারা সুনীল চৌধুরীর আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই কঠিন সময়ে সামান্য সহায়তাও বড় ভূমিকা রাখে। সমাজসেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।