বায়রন বিশ্বাসের নেতৃত্বে সাগরদিঘীতে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১২ এএম, ১০ আগস্ট ২০২৫ রোববার | আপডেট: ০৯:১২ এএম, ১০ আগস্ট ২০২৫ রোববার

নিজস্ব সংবাদ, সাগরদিঘী: বাংলা ভাষা ও বাঙালির মর্যাদায় ধারাবাহিক আক্রমণের প্রতিবাদে শনিবার সাগরদিঘীতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচি। নেতৃত্ব দেন সাগরদিঘীর বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার বিকেলে সাগরদিঘী বাজার চত্বর থেকে বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন প্রধান রাস্তা পরিক্রমা করে। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও দলীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। প্রতিবাদ সভায় বক্তৃতা দিতে গিয়ে বিধায়ক বায়রন বিশ্বাস অভিযোগ করেন, “বিজেপি সরকার বাংলার ভাষা, সংস্কৃতি ও পরিযায়ী শ্রমিকদের উপর বারবার আঘাত হানছে। বাংলার মানুষকে বাংলাদেশি বলে অপবাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তার বিরুদ্ধে আমরা একজোট হয়েছি।”বক্তারা কেন্দ্রের নীতি ও বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হওয়া অত্যাচারের তীব্র সমালোচনা করেন। তাঁদের দাবি, বাঙালিদের প্রতি অপমান ও বৈষম্যের অবসান ঘটাতে হবে, নইলে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।এদিন রাখি বন্ধন উৎসব সেই উৎসবকেও উদযাপন করেন বিধায়কের হাতে, ছোট কচিকাঁচারা রাখি বাঁধেন। বায়রন বিশ্বাস বলেন এ রাখি বন্ধন এক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন। এই বন্ধনের উদযাপনে নজির করেছে সাগরদিঘী।স্থানীয় তৃণমূল কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতিতে সারা দিন সাগরদিঘীর পরিবেশ ছিল উত্তেজনা ও প্রতিবাদমুখর। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বায়রন বিশ্বাস, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের সদস্য সহ একাধিক তৃণমূল কর্মী-সমর্থক। জনগনের উপচে পড়া ভিড়।