নতুন ডাকবাংলোতে ট্রাক থেকে গাঁজা উদ্ধার, তিন পাচারকারী গ্রেফতার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:০৯ পিএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার | আপডেট: ১২:০৯ পিএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার

সামশেরগঞ্জ : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম মনিটরিং সেল ও সামশেরগঞ্জ থানার যৌথ অভিযানে শুক্রবার ভোরে নতুন ডাকবাংলো এলাকায় সবজি বোঝাই একটি ট্রাক আটক করা হয়। তল্লাশিতে ট্রাক থেকে উদ্ধার হয় ৪১ কেজি ৯০০ গ্রাম গাঁজা। ঘটনাস্থলেই গাঁজা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ এবং ট্রাকটিকে জব্দ করা হয়। ধৃতরা হলেন—স্বপন সরকার (৪২), মনোজ সরকার (৪১) ও পিন্টু তালুকদার (৪৮)। পুলিশের জানা মতে, তিনজনেরই বাড়ি আলিপুরদুয়ার জেলার কুমারগঞ্জ থানা এলাকায়।পুলিশের প্রাথমিক অনুমান, গাঁজাটি উত্তরবঙ্গ থেকে আনা হচ্ছিল এবং তা নদীয়া জেলায় পাচারের পরিকল্পনা ছিল। মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে NDPS আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বহরমপুর আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান পুলিশ। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।