সাইবার টিমের তৎপরতায় ৪০ লক্ষ টাকা ফেরত, স্বস্তি পেলেন প্রতারিতরা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪২ পিএম, ৮ আগস্ট ২০২৫ শুক্রবার | আপডেট: ১১:৪২ পিএম, ৮ আগস্ট ২০২৫ শুক্রবার

বহরমপুর ,মুর্শিদাবাদ: সাইবার প্রতারণার শিকার হয়ে হারানো অর্থ ফেরত পেলেন ৪৪ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৪০ লক্ষ টাকা তাদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার কুমারসানী রাজ। পুলিশ সুপার জানান, চলতি বছরের জুন ও জুলাই মাসে দায়ের হওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে এ পর্যন্ত ১৪–১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া বর্তমানে চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে আমরা আরও ৫০ থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধারের লক্ষ্যে কাজ করছি। বর্তমানে আমাদের সাইবার টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত চালাচ্ছে। টিমে বহু অভিজ্ঞ এসআই অফিসের রয়েছেন যোগ্য টেকনিশিয়ান—যাদের মধ্যে অনেকেই বিটেক ডিগ্রিধারী। এই প্রযুক্তি–দক্ষতা ও জনবলকে নিয়েই আমাদের টিম গঠিত হয়েছে। আশা রাখি ভবিষ্যতে আমরা আরও বড় সাফল্য অর্জন করতে পারব।” মুর্শিদাবাদ জেলা পুলিশের এই উদ্যোগে ক্ষতিগ্রস্তরা স্বস্তি পেয়েছেন। অনেকে জানান, পুলিশের দ্রুত পদক্ষেপ না থাকলে হয়তো কখনোই এই অর্থ ফেরত পাওয়া সম্ভব হতো না। এই সাফল্যে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা ধন্যবাদ জানিয়েছেন।