সীমান্তে চাষ করতে গিয়ে নিখোঁজ, পরদিন চর থেকে উদ্ধার মৃতদেহ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২১ এএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ১১:২১ এএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

সুতি (মুর্শিদাবাদ): সীমান্তবর্তী চর এলাকায় চাষ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম নুরুউদ্দিন শেখ (৫০), তিনি মুর্শিদাবাদের সুতির দেবীপুর গ্রামের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি, বিএসএফের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বিএসএফ চৌকিতে নাম নথিভুক্ত করে চর এলাকায় নিজের জমিতে কাজ করতে যান নুরুউদ্দিন। কিন্তু সারা দিন কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় সন্ধ্যায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বিএসএফ চৌকিতে যোগাযোগ করলে জানানো হয়, নুরুউদ্দিন দুপুরেই ফিরে গিয়েছেন।এই বক্তব্যে বিস্মিত হয়ে পরিবার সুতি থানায় অভিযোগ জানায়। থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝির নেতৃত্বে পুলিশ ও গ্রামবাসীরা রাতেই তল্লাশি শুরু করেন। পরদিন সকালে সীমান্তবর্তী চর এলাকা থেকেই উদ্ধার হয় নুরুউদ্দিনের মৃতদেহ। ঘটনার পর থেকেই স্থানীয়দের ক্ষোভ চরমে। তাঁদের প্রশ্ন, বিএসএফ যদি বলেই থাকেন যে নুরুউদ্দিন ফিরে গিয়েছেন, তবে তাঁর মৃতদেহ চর এলাকায় কীভাবে পাওয়া গেল? পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।