ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ফারাক্কায় গ্রেপ্তার এক মহিলা সহ দুই
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৮ এএম, ৬ আগস্ট ২০২৫ বুধবার | আপডেট: ১০:০৮ এএম, ৬ আগস্ট ২০২৫ বুধবার

কোলকাতা এসটিএফ-এর গোপন সূত্রের ভিত্তিতে সোমবার বিকেলে ফরাক্কা ব্যারাজ সংলগ্ন নাকা চেকিং পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৭৬০ গ্রাম হেরোইন উদ্ধার করল পুলিশ। ওই ঘটনায় এক যুবক ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন জানান, ধৃতদের নাম মোহাম্মদ জিয়াউর রহমান (৩৭), বাড়ি মালদার কালিয়াচকের দক্ষিণ লক্ষীপুর, এবং সাজেদা বিবি মন্ডল (৫০), বাড়ি নদিয়ার চাকদহ থানা এলাকায়।ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করে। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে প্রায় ৭৬০ গ্রাম হেরোইন উদ্ধার হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা।ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ তাদের বহরমপুর আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। জিজ্ঞাসাবাদে মাদক পাচারের উৎস ও গন্তব্য সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। ফরাক্কা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে মাদকবিরোধী অভিযান ও নাকা চেকিং আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও শেখ সামসুদ্দিন।