রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪৫ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার | আপডেট: ১১:৪৫ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার

নওদা থানার চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে বড় সাফল্য পুলিশের। মূল অভিযুক্ত মনোয়ার শেখের স্বীকারোক্তিতে হরিহরপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে আলকাইম শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় দুটি চুরি যাওয়া মোটরসাইকেল। এর আগে আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ, সেখান থেকেও উদ্ধার হয় দুটি বাইক। পুলিশ সূত্রে খবর, ধৃতরা একটি সংঘবদ্ধ বাইক চোর চক্রের সক্রিয় সদস্য, যারা মুর্শিদাবাদ ও নদিয়ার বিভিন্ন এলাকায় চুরি চালাত। গোটা চক্রকে ধরতে তদন্ত জারি রয়েছে।