বাংলা ভাষাকে অপমান, সাগরদিঘিতে প্রতিবাদ কর্মসূচি বিধায়ক বাইরন বিশ্বাসের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১৯ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার | আপডেট: ১১:১৯ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রের স্বৈরাচারী শাসন ও বাংলা ভাষা-বিরোধী নীতির বিরুদ্ধে রবিবার বিকালে সাগরদিঘীতে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস।সাগরদিঘী ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে মানুষজন দলীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হন।এই প্রতিবাদ মিছিলে বিধায়ক বাইরন বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন রেজাউল্লা বিশ্বাস, ইতি সাহা, সাজিবা খাতুন, যুবনেতা সুগার আলী, তায়েদুল ইসলাম, আসিফ আলি বিশ্বাস সহ একাধিক স্থানীয় নেতৃত্ব।নেতারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান এবং বিজেপির বিভাজনের রাজনীতির প্রতিবাদ জানান। বক্তব্যে তারা বলেন, বাংলার ভাষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তৃণমূল কংগ্রেস সবসময় পাশে থাকব। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, আগামীদিনেও কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে রাস্তায় নামবে দল।অন্যদিকেতৃণমূলের দাবি, বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অপমান ও নির্যাতনের ঘটনা ঘটছে, তা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।তা বিজেপির নেতৃত্বে এক গভীর ষড়যন্ত্রের অংশ। কখনও বাংলাদেশি সন্দেহে বাঙালিদের হেনস্থা, কখনও মারধর, কখনও উপার্জন কেড়ে নেওয়ার ঘটনা। এই সব ঘটনার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানাতেই মুখ্যমন্ত্রী এবার জঙ্গলমহলের পথে।