রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

বঙ্গ গৌরব সম্মানে সম্মানিত হলেন শ্রীকান্ত বধুক ।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১০ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার | আপডেট: ১১:১০ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার

বলো কলকাতা টিভির  পরিবারের পক্ষ থেকে, বঙ্গ গৌরব সম্মানে সম্মানিত হলেন দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরের বিশিষ্ট সমাজসেবী ও এক টাকার পাঠশালার প্রতিষ্ঠাতা— শ্রীকান্ত  বধুক। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট সমাজ সেবীগণ ও এক ঝাঁক তারকা' অভিনেতা-অভিনেত্রী , এই মঞ্চ থেকে বঙ্গ গৌরবের সম্মানে সম্মানিত হলেন দীঘা থেকে আসা art artist পিয়ালী মাইতি।শ্রীকান্ত বাবু "বলেন তিন তিনটে পাঠশালা চালায় বীরভূম জেলার মুরারই, ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা, ও সুন্দরবন ঝড়খালি, এছাড়া বিভিন্ন জেলায় স্বাস্থ্য শিবির করে থাকি তার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে  মেয়েদের জন্য প্রতি মাসে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে থাকি । উনি আরও বলেন সমাজসেবা পেশা নয় নেশা আমার, রক্তে মিশে গেছে এই নেশা।