নেতৃত্বে স্বপন ব্যানার্জী, ধুলিয়ানে সিপিআই সম্মেলনে তীব্র প্রতিবাদী সুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫১ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫১ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার

বুধবার ধুলিয়ানে অনুষ্ঠিত হলো ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই)-এর জেলা সম্মেলন। এদিন মিছিল করে ধুলিয়ান পার্ক থেকে শুরু হয়ে ঘোষপাড়া শিব মন্দির, বাজার অঞ্চল হয়ে কাঞ্চনতলা স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয় মিছিল। সেখানে তৈরি হয় সমাবেশের প্রধান মঞ্চ। লাল পতাকা ও ব্যানারে সুসজ্জিত মিছিলে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী-সমর্থকরা। এদিনের মিছিলে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআই পার্টির রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জী। তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্য সরকারের বিরুদ্ধে বেকারত্ব সমস্যা, এসএসসি দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়মের মতো গুরুতর অভিযোগ।তিনি বলেন,"এই সরকার শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিতে জানে। শিক্ষিত যুব সমাজ চাকরির আশায় আন্দোলন করছে কলকাতার রাজ পথে।অন্যেদিকে কেন্দ্রের বিজেপি সরকারকেও একহাত নিয়ে তিনি বলেন,SIR ভোটার ইস্যু তুলে বিহারের ভোটাররা আতঙ্কিত । জাতি ও ধর্মের নামে বিভাজনের রাজনীতি চলছে ।"অন্য নেতৃত্বের বক্তব্য সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিআই রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য শুভম ব্যানার্জী, যিনি বলেন, বর্তমান পরিস্থিতি দেশের
বঞ্চিত মানুষের পক্ষে আওয়াজ তোলার দিন। শিক্ষা, স্বাস্থ্য ও রোজগারের অধিকার আদায়ে মানুষের সঙ্গে এক হয়ে লড়াই করতে হবে।" এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জী, হারাধন দাস, গৌতম রায়,রাজ্যের কার্যনির্বাহী কমিটির সদস্য শুভম ব্যানার্জী, ধুলিয়ান আঞ্চলিক পরিষদের মানোয়ার হোসেন, ডালিম সেখসহ জেলার বিভিন্ন নেতৃত্ব গন।