মুসলিম যুবকের রক্তদানে বাঁচলো হিন্দুর প্রাণ! সম্প্রীতির অনন্য নজির সাগরদিঘীতে।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৮ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার | আপডেট: ০৯:২৮ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার

সম্প্রীতির নজির সাগরদিঘীতে।
সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন গৌতম মন্ডলের জরুরী রক্তের প্রয়োজনে বহু খোঁজাখুঁজির পরেও মিল ছিল না রক্ত। ব্লাড ব্যাংকও প্রায় রক্তশূন্য সে কারণে খুব সমস্যার মধ্যে পড়েছিলেন রোগীর পরিবার। সারাদিন বহু খোঁজাখুঁজির পরেও রক্তের সন্ধান করতে না পেরে অবশেষে লোকমুখে খোঁজ পান সাগরদিঘীর অন্যতম রক্ত যোদ্ধা এবং সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাসের। তৎক্ষণাৎ উনাকে ফোন করে রক্তের প্রয়োজনীয়তার কথা জানাতেই অত্যন্ত তৎপরতার সাথে সম্পাদক সঞ্জীব দাস রক্তদাতার খোঁজ শুরু করেন। তবে খুঁজতে হয়নি বেশিক্ষন, ট্রাস্টেরই আরেক সদস্য জুয়েল শেখ যার সাথে রক্তের গ্ৰুপ মিলে যায় রোগীর তিনি সঞ্জীব দাসের এক কথায় রক্তদানে এগিয়ে আসেন। এরপর রাত্রি ৯:০০ টার সময় সম্পাদক সঞ্জীব দাস ও অন্যান্য সদস্য মিঠুন দাস, সাবিরুল সেখ, সাহিল মল্লিকের উপস্থিতিতে রক্তদান করেন জুয়েল সেখ।
সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট একদিকে যেমন পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ করে চলেছে অন্যদিকে মুমুর্ষ রোগীদের জন্য রক্তের যোগান দেওয়া বা অন্যান্য সামাজিক কাজকর্মে এগিয়ে যাওয়া এ যেন এক বিরাট পাওনা সাগরদিঘী বাসির কাছে।।