রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

কবিতা - ফরমান

আবদুস সালাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার | আপডেট: ০৫:২০ পিএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার

ফরমান
আবদুস সালাম

শকুনের ডানায় ভর করে আসে নগরীর অন্ধকার
বাইবেলের পাতা থেকে ঝরে যায় দুর্বিষহ নিঃস্ব দিন

ওরা মারিয়ামকেও ছাড়েনি অপবাদের কালি মাখাতে
সেদিন সূচিতার আর্তনাদে কেঁপে উঠেছিল নগরীর ভিত্
কৌমার্য হারানোর মিথ্যে অপবাদে পৃথিবীর পৃষ্ঠায় নেমেছিল অন্ধকার

কুয়াশার জঙ্গলে জটলা বেঁধেছিল সন্ন‍্যাস রঙের রাস্তা
শকুনের বলিষ্ঠ চিৎকারে বাইবেলের পাতায় নেমেছিল অন্ধকার
বলিষ্ঠ ফরমান জারি হয়েছিল নগরীর পাড়ায়


*কবির কাছ থেকে কবিতাটি সংগ্রহ করা হয়েছে মোঃ ইজাজ আহামেদ - এর দ্বারা *