জনতার অভিযোগ শুনতে থানায় থানায় পুলিশ সুপার, সামশেরগঞ্জে বিশেষ সমাধান সভা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার | আপডেট: ১০:৩৬ এএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার

রবিবার বৈকালে জঙ্গিপুর জেলা পুলিশ ও শামসেরগঞ্জ থানার উদ্যোগে,সমস্যার সমাধানের এক কর্মসূচি পালিত হলো সামসেরগঞ্জ থানা সংলগ্ন বে সরকারি লজে। সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধান করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে জঙ্গিপুর জেলা পুলিশ। সামশেরগঞ্জে অনুষ্ঠিত হলো এক বিশেষ সমাধান সভা। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া, ফারাক্কা এসডিপিও শেখ সামসুদ্দিন, সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।এই সভায় সামশেরগঞ্জ থানার বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ, পুরুষ ও মহিলা, অংশগ্রহণ করেন। তাঁরা তাঁদের পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত নানা সমস্যার কথা পুলিশ আধিকারিকদের সামনে তুলে ধরেন। শুধু অভিযোগ শোনা নয়, অনেক ক্ষেত্রেই পুলিশ কর্তৃপক্ষ সমস্যার সমাধান করেন বা প্রয়োজনীয় দিকনির্দেশ দেন।জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তাঁদের মতে, পুলিশের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ এবং দ্রুত সমস্যার সমাধানে এই ধরনের ব্যবস্থা জনগণের আস্থা আরও বাড়াবে।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শুধু সামশেরগঞ্জ নয়, জঙ্গিপুর পুলিশ জেলার প্রতিটি থানাতেই ধাপে ধাপে এই ধরনের সমাধান সভা আয়োজিত হবে। একবারই নয়, সময়ে সময়ে এই সভা চলবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।পারিবারিক কলহ, সামাজিক সমস্যা কিংবা আইনসংক্রান্ত জটিলতা— যেকোনো সমস্যার দ্রুত ও শান্তিপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে পুলিশের এই মানবিক উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ভালো সাড়া মিলছে।