রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

জঙ্গিপুরে হেরোইন সহ গ্রেফতার তিন যুবক, উদ্ধার মোবাইল ও মোটরসাইকেল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার | আপডেট: ০৯:৫৯ এএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার

নিজস্ব সংবাদ ,জঙ্গিপুর : মুর্শিদাবাদ জেলার তেঘরি বিএসএফ রোডে নাকা চেকিংয়ের সময় ৪২৪ গ্রাম হেরোইনসহ তিন যুবককে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও জঙ্গিপুর টাউন আউটপোস্টের যৌথ বাহিনী। শনিবার রাতে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেলে আসা তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কথোপকথনে অসঙ্গতি ধরা পড়তেই শুরু হয় দেহ তল্লাশি। এরপরই চারটি প্যাকেট উদ্ধার হয়, যাতে থাকা পাউডার পরীক্ষায় হেরোইন বলে নিশ্চিত হয় পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ ৪২৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।ধৃতরা হল—জিয়াবুল শেখ (২৯), মাসাদুল শেখ (২১) ও আব্দুল গফফার (৩০)। তিনজনেই রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বাসিন্দা।ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক এল এবং কার কাছে তা সরবরাহের পরিকল্পনা ছিল—তা জানার চেষ্টা চলছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। রবিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে, পুলিশ পক্ষ থেকে ১০ দিনের হেফাজতের আবেদন জানানো হয়।