সুতি থানার উদ্যোগে সচেতনতামূলক শিবির, বার্তা বাল্যবিবাহ ও সাইবার অপরাধ রুখে দাঁড়ান
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:০৬ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার | আপডেট: ০২:০৬ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার

নিজস্ব সংবাদদাতা: সুতি, মুর্শিদাবাদ : সাইবার অপরাধ, বাল্যবিবাহ এবং মাদক সেবনের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল জঙ্গিপুর পুলিশ জেলা। শুক্রবার সুতি থানার অন্তর্গত দহরপাড়া স্কুল প্রাঙ্গণে আয়োজিত হল এক সচেতনতামূলক কর্মসূচি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা সাব-ডিভিশনের এসডিপিও শেখ সামসুদ্দিন, সুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয়রঞ্জন মাঝি, সাব-ইনস্পেক্টর সালমা ফরিদা, আশিক মুক্তার সহ একাধিক পুলিশ আধিকারিক।ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে পুলিশ আধিকারিকেরা বক্তব্য রাখতে গিয়ে বাল্যবিবাহের কুফল, সাইবার অপরাধের ধরণ ও তার থেকে রক্ষার উপায়, এবং শিশুদের ক্ষেত্রে 'গুড টাচ' ও 'ব্যাড টাচ'-এর মধ্যে পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিপুর মহকুমার প্রতিটি থানাতেই পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি চালু রয়েছে। তারই অঙ্গ হিসেবে সুতি থানার এই অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।গ্রামাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতামূলক পঅনুষ্ঠান টি প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়ভাবে এমন উদ্যোগ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।