আইনের পাঠ স্কুলেই:সচেতনতা বাড়াতে সামশেরগঞ্জ থানার কর্মসূচি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৬ এএম, ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ১০:১৬ এএম, ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার

সফিকুল ইসলাম, সামশেরগঞ্জ : বুধবার বিকেলে সামশেরগঞ্জ থানার উদ্যোগে ও জঙ্গিপুর পুলিশ জেলার সহযোগিতায় মালঞ্চা বহড়াগাছি হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেলের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, সাইবার অপরাধ, ট্রাফিক নিয়ম এবং যুব সমাজের মধ্যে বেড়ে চলা মাদকের আসক্তি রুখতে জনসচেতনতা তৈরি করা।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জোনাল অ্যাডিশনাল এসপি সমজিত বড়ুয়া ও শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। দুই আধিকারিকই উপস্থিত ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ সচেতনতা বিষয় তুলে ধরেন।অ্যাডিশনাল এসপি সমজিত বড়ুয়া বলেন, “তরুণ প্রজন্ম আজ অনলাইন গেম ও আর্থিক লোভের ফাঁদে পড়ে নিজেদের ব্যক্তিগত তথ্য সহজেই শেয়ার করে দিচ্ছে, যার ফলে তারা সাইবার অপরাধের শিকার হচ্ছে। এই প্রবণতা রোধে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি বাল্যবিবাহের সামাজিক ও শারীরিক ক্ষতির দিকও ব্যাখ্যা করেন। এবং বক্তব্যে বলেন বাল্যবিবাহ বলে বরযাত্রী কন্যার পিতা-মাতা এবং ছেলেপক্ষ এরেস্ট হতে পারে। এইসব বিষয়ে সচেতনতা করেন।আইসি সুব্রত ঘোষ বলেন, “মাদকাসক্তি শুধু একটি পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করতে পারে, আমাদের পরিবারগুলোকে সচেতনতা এবং শিক্ষা অর্জন করা আবশ্যক। শিক্ষা মানুষকে ফেনীর ব্যাপারে নতুন জীবন। ট্রাফিক নিয়ম মানা, আইন মেনে চলা ও সচেতন নাগরিক হয়ে ওঠাই আমাদের সমাজ গঠনের মূল চাবিকাঠি।” তিনি সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাল্যবিবাহ রোধে উদ্যোগ নেওয়ার আবেদন জানান। তারপরে নারী শিক্ষা নিয়েও অনুপ্রাণিত করেন। শামসেরগঞ্জে নিট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বড় অংশ রয়েছে মেয়ে এসব উদাহরণ দিয়ে নারীদের শিক্ষিত করে তুলতে হবে এমনটাই আহ্বান করেন।অনুষ্ঠানে পুলিশের তরফে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার জোনাল এডিশনাল সমজিৎ বড়ুয়া, শামশেরগঞ্জের আইসি সুব্রত ঘোষ, পুলিশ আধিকারিক মলয় চক্রবর্তী, মহিলা পুলিশ অফিসার ইন্দিরা ঘোষ ও অন্যান্য পুলিশ কর্মীরা। বিশিষ্ট সমাজসেবী, স্থানীয় নাগরিক ও অভিভাবকদের মধ্যে ছিল চোখে পড়ার মতো অংশগ্রহণ।সাধারণ মানুষ যাতে যেকোনো সমস্যায় সরাসরি পুলিশ বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার জন্য অনুষ্ঠানে শামশেরগঞ্জ থানার আইসি, বিডিও, ফারাক্কা এসডিপিও এবং এডিশনাল এসপির ফোন নম্বর চিরকুটে বিতরণ করা হয়।