রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

ভেজাল মশলার কারখানায় হানা ইসলামপুরে, বিপুল পরিমাণে নকল উপাদান উদ্ধার, গ্রেপ্তার এক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২০ এএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার | আপডেট: ১১:২০ এএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার

ইসলামপুর, মুর্শিদাবাদ ●মুর্শিদাবাদ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (DEB) এবং জেলা ফুড সেফটি অফিসারের (FSO) যৌথ তৎপরতায় মঙ্গলবার বিকেলে ইসলামপুর থানার অন্তর্গত হরহরিয়া পূর্ব পাড়ায় চালানো হয় চাঞ্চল্যকর অভিযান। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযানে নেতৃত্ব দেন খাদ্য সুরক্ষা আধিকারিক বাসব দত্ত ও ভবাই, পাশাপাশি জেলা পুলিশের গোয়েন্দা আধিকারিকেরা।অভিযুক্ত গোলাম মোস্তফার বাড়ি ও সংলগ্ন কারখানা ঘর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভেজাল মশলা ও ক্ষতিকারক রাসায়নিক উপাদান। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:ভেজাল হলুদ গুঁড়ো,১১০ কেজি,চালের গুঁড়ো,৩৩ কেজি,ইন্ডাস্ট্রিয়াল রং ৫.৫ কেজি,মিশ্র মসলা ,৫০ কেজি,পুলিশ সূত্রে প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ভেজাল মশলা স্থানীয় বাজারে সরবরাহ করে লাভের ফাঁদ পেতেছিল অভিযুক্ত। খাদ্য সুরক্ষার সঙ্গে আপস করে সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর বিপজ্জনক প্রভাব ফেলছিল এই কারবার।অভিযুক্তের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না।