রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

প্রয়াত কথাসহিত্যিক এস এম নিজামুদ্দীন মহাশয়ের স্মরণ সভা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২২ এএম, ২০ জুলাই ২০২৫ রোববার | আপডেট: ০৮:২২ এএম, ২০ জুলাই ২০২৫ রোববার

 প্রয়াত শিক্ষাবিদ, কবি ও কথাসহিত্যিক এস এম নিজামুদ্দীন মহাশয়ের স্মরণ সভা

 

মোঃ ইজাজ আহামেদ 

 

জঙ্গিপুর, ১৯ জুলাই ২০২৫: ১৯ জুলাই বিকেল ৩টা নাগাদ বরজে গুলবাগ একাডেমিতে অনুষ্ঠিত হল প্রয়াত শিক্ষাবিদ, কবি ও কথাসহিত্যিক এস এম নিজামুদ্দীন মহাশয়ের স্মরণ সভা। উপস্থিত ছিলেন প্রাবন্ধিক কাজী আমিনুল ইসলাম, কবি রীনা কংশাবণিক, অধ্যাপক নূরুল মোর্তোজা, কবি আবদুস সালাম, সত্যদর্পণ পত্রিকার সম্পাদক রাজেশ শেখ, রংধনু পত্রিকার সম্পাদক জয়নুল আবেদীন, ইট পত্রিকার সম্পাদক আবু সামাদ, স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা'র সম্পাদক তথা কবি ও লেখক মোঃ ইজাজ আহামেদ। উল্লেখ্য ৯ জুলাই সাহিত্যিক এস এম নিজামুদ্দীন ইহলোক ত্যাগ করেন। তাঁর জন্ম ১লা জানুয়ারি ১৯৪৭ সালে। দারিদ্র্যতাকে হার মানিয়ে জীবনযুদ্ধে বিজয়ী একজন সৈনিক ও শিক্ষাদরদী একজন মানুষ ছিলেন এই কবি ও লেখক। শিক্ষা প্রসারের জন্য নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন গুলবার্গ অ্যাকাডেমি। অ্যাকাডেমি পরিচালনার পাশাপাশি নিরলসভাবে সাহিত্যচর্চা চালিয়ে যান। তাঁর লেখনীর মূল উপজীব্য বিষয় ছিল মেহনতী ও অবহেলিত মানুষের আলেখ্য তুলে ধরা। তাঁর কয়েকটি প্রকাশিত গ্রন্থ জীবনের রঙ বদল, আলোকবর্তিকা, শিকড়ের খোঁজে, ফেরারি আসামি'র দিনলিপি ইত্যাদি।