মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫   আষাঢ় ৩০ ১৪৩২   ১৯ মুহররম ১৪৪৭

বেহাল রাস্তা, উল্টে গেল ট্রাক্টর—জখম শিশুকন্যা, পাশে দাঁড়ালেন ফরাক্কার বিধায়ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার | আপডেট: ০৪:০১ পিএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার

 নিজস্ব প্রতিবেদক : ফারাক্কা; গত শুক্রবার বেহাল রাস্তার জন্য ফরাক্কার কেন্দুয়াতে ট্রাক্টর উল্টে জখম হয় সাত বছরের এক শিশু কন্যা। শনিবার শিশু কন্যার পরিবারের বাড়ি গিয়ে দেখা করেন। তাদের আশ্বাস দেন আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেন। রবিবার সেই শিশুকন্যার চিকিৎসার খরচের জন্য ৫০ হাজার টাকার চেক ও ১০ হাজার টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম।এরপাশাপাশি গতকাল কেন্দুয়া এলাকার খারাপ রাস্তা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় বিধায়ককে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক মনিরুল ইসলাম জানান, নেশাগ্রস্ত অবস্থায় কংগ্রেসের সিপিএমের কিছু দুষ্কৃতী পরিকল্পিত ভাবে তাকে বিক্ষোভ দেখিয়েছে। এদিন মনিরুল ইসলাম অতিদ্রুত রাস্তা মেতামতের আশ্বাস দেন এবং ওভারলোড গাড়ি না চালানোর জন্য অনুরোধ করেন।উল্লেখ্য,শুক্রবার বেহাল রাস্তার জেরে ট্রাক্টর উল্টে চাপা পড়ে এক সাত বছরের শিশুকন্যা।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কার অন্তর্গত কেন্দুয়া গ্রামে। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।এরপাশাপাশি গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা পরিষদের অধীনে থাকা এই রাস্তাটি বহু বছর ধরে বেহাল দশায় পরে রয়েছে। ঝাড়খন্ড থেকে পাথর বোঝায় লরি নিয়মিতভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু তারপরও রাস্তা মেরামত হয় না বলে অভিযোগ। আর এই বেহাল রাস্তার জেরে এদিন দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিস।তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।