মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫   আষাঢ় ৩০ ১৪৩২   ১৯ মুহররম ১৪৪৭

ধর্মতলা চলো কর্মসূচিকে ঘিরে জঙ্গিপুরে জনসমুদ্র, দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা জাকির হোসেনের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৭ এএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার | আপডেট: ১০:০৭ এএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার

জঙ্গিপুর:সফিকুল ইসলাম ;

রবিবার বিকেলে জঙ্গিপুর বিধানসভার অজগরপাড়ায় একুশে জুলাই শহীদ স্মরণ দিবসকে সফল করার লক্ষ্যে একটি বিশাল প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সমাবেশে উপস্থিত হন। জনতার ঢলে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তিনি বলেন, “একুশে জুলাই এক ঐতিহাসিক দিন। ১৯৯৩ সালে এই দিনেই মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ১৩ জন কর্মী শহীদ হয়েছিলেন। সেই সময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গুরুতর আহত হন। সেই দিনটি ভুলে যাওয়ার নয়।”তিনি আরও জানান, প্রতিবছরের মতো এবারও “ধর্মতলা চলো” কর্মসূচি পালিত হবে এবং রাজ্যজুড়ে প্রস্তুতি সভা ও সমাবেশ চলছে।বক্তব্যে পঞ্চায়েত প্রধান ও চেয়ারম্যানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “কোনওরকম দুর্নীতি বা নিম্নমানের কাজ হলে জনসাধারণ সরাসরি আমাকে জানাবেন। আমি নিজে ব্যবস্থা নেব।”

দলীয় নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, “মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ বরদাস্ত করা হবে না।”বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তিনি বলেন, “বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কুচক্রী চক্রান্ত সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।”তিনি জানান, জাত-ধর্ম নয়, মানবিকতা তাঁর কাছে বড়। তিনি বলেন, “আমার কাছে কোনো জাত ছোট নয়, সবাই সমান।”ভিন রাজ্যে কাজে যাওয়া বাঙালিদের বাংলাদেশি সন্দেহে আটক করার ঘটনারও প্রতিবাদ জানান জাকির হোসেন। সেই সঙ্গে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দেন তিনি।

বিধায়ক তাঁর বক্তব্যে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প—লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, রাস্তাঘাট ও স্বাস্থ্য পরিষেবা—নিয়ে বিশদে আলোচনা করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করার আহ্বান জানান।সভায় অনুমান করা হয়, জঙ্গিপুর বিধানসভা এলাকা থেকে হাজার হাজার মানুষ ২১ জুলাই ধর্মতলার সমাবেশে যোগ দেবেন।ব্লক সভাপতি গৌতম ঘোষ বলেন, “প্রতিবছরের মতো এবারও আমি নিজে ধর্মতলায় থাকব। জঙ্গিপুরের সকলকে আহ্বান জানাই সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য।”এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধনা সম্পাদক আহসান হাবিব, জেলা যুব সভাপতি কামাল হাসান, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা খাতুন, জেলা পরিষদের সদস্য, অঞ্চল সভাপতি, প্রধান সহ একাধিক নেতৃত্ব