মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫   আষাঢ় ৩০ ১৪৩২   ১৯ মুহররম ১৪৪৭

সামসেরগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল সহ তিন যুবক গ্রেপ্তার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৬ এএম, ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে বড়সড় মাদক চক্রের হদিস মিলল। মঙ্গলবার গভীর রাতে সামসেরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে নতুন ডাকবাংলা জাতীয় সড়ক এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হল মোহাম্মদ সামাউন শেখ ও মোহাম্মদ আনোয়ার শেখ (দুজনেই মালদার কালিয়াচকের বাসিন্দা) এবং হাবিবুল্লাহ শেখ (সুতি থানার বাহাগোলপুরের বাসিন্দা)। গোপন সূত্রের ভিত্তিতে একটি স্করপিও গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, ফরাক্কা থেকে সামসেরগঞ্জের চাঁদপুরে মাদক সরবরাহের পরিকল্পনা ছিল। পুরো ঘটনার পেছনে থাকা চক্র ও মাদকের উৎস ও গন্তব্য সম্পর্কে তদন্ত চলছে। ধৃতদের বুধবার বহরমপুরের বিশেষ আদালতে তোলা হয়।