O2 হসপিটালে ডায়ালাইসিস মেশিনের শুভ উদ্বোধন, বিধায়ক বায়রন বিশ্বাসের মায়ের হাত ধরে সূচনা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:২০ পিএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৮:২০ পিএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার

সামশেরগঞ্জের চকসাপুরে অবস্থিত ওটু (O2) হসপিটালে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের শুভ উদ্বোধন হলো বিধায়ক বায়রন বিশ্বাসের মায়ের হাত দিয়ে। এই নতুন পরিষেবার মাধ্যমে স্থানীয় মানুষজন আর দূরে কোথাও না গিয়েই নিজেদের এলাকার মধ্যেই কিডনির রোগ সংক্রান্ত চিকিৎসা করতে পারবেন।হসপিটালের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে দুটি উন্নত মানের ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হয়েছে এবং এই পরিষেবা অভিজ্ঞ ও প্রশিক্ষিত ডাক্তারের তত্ত্বাবধানে পরিচালিত হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বায়রন বিশ্বাস, তাঁর ছোট ভাই নিপন বিশ্বাস, বায়রন বিশ্বাসের মা, ও ডাঃ ফেকারুল সহ একাধিক ডাক্তার ও হসপিটালের কর্মীরা।নিপন বিশ্বাস বলেন, “আজ আমাদের O2 হসপিটালে ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন হলো। এখন থেকে এলাকার মানুষ আর দূরে যেতে হবে না, এখানেই তারা এই গুরুত্বপূর্ণ পরিষেবা পাবেন। মানুষকে চিকিৎসা করার আহ্বান জানান।
হসপিটালের এক চিকিৎসক বলেন, “অনেকদিনের স্বপ্ন ছিল এই পরিষেবা চালু করার। বর্তমানে কিডনির সমস্যায় বহু মানুষ ভুগছেন, এবং ডায়ালাইসিস ছাড়া তাদের উপায় থাকে না। এই উদ্যোগ সেই সকল রোগীর জন্য বড় সহযোগিতা হবে।