বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৭ মুহররম ১৪৪৭

উমরাপুর পঞ্চায়েতে প্রধান অনুপস্থিত, হয়রানির শিকার সাধারণ মানুষ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৩০ জুন ২০২৫ সোমবার | আপডেট: ০৪:৫০ পিএম, ৩০ জুন ২০২৫ সোমবার

সুতি, মুর্শিদাবাদ: উমরাপুর পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলামের অনুপস্থিতি ঘিরে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। কন্যাশ্রী প্রকল্পের স্বাক্ষর হোক কিংবা ওয়ারিস সার্টিফিকেটের মত জরুরি নথি—একের পর এক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

পঞ্চায়েত অফিসে দিনের পর দিন ঘুরেও প্রধানকে না পাওয়ার অভিযোগ তুলেছেন বাউরিপুনি, বাহাগোলপুর, সাহাজাদপুর ও উমরাপুর এলাকার বাসিন্দারা। অভিযোগ, সপ্তাহে মাত্র একদিন পঞ্চায়েত অফিসে দেখা মেলে প্রধানের। বাকি দিনগুলোতে তিনি অনুপস্থিত থাকেন। ওই একদিন এলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেলেনা সই।

স্থানীয় এক বাসিন্দা জানান, “উল্লাপাড়া থেকে টোটো করে ৫০-৬০ টাকা খরচ করে পঞ্চায়েতে আসি। তারপরও প্রধানকে না পেয়ে খালি হাতে ফিরে যেতে হয়।”

এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান রাবিকুল ইসলামের প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেননি। এমনকি সরাসরি পঞ্চায়েত অফিসে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।

অবকাঠামোগত দিক থেকেও পিছিয়ে পড়া উমরাপুর পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট বেহাল, পরিষেবার হাল শোচনীয়। তার উপর পঞ্চায়েত প্রধানের এমন ভূমিকা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন—"আমরা তাহলে যাব কোথায়?"