নির্বাচনের আগে জঙ্গিপুরে রাজনৈতিক উত্তাপ,সভা থেকে চ্যালেঞ্জ জাকির হোসেনের— “নির্দল হয়েও লড়তে রাজি”
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩২ পিএম, ২৯ জুন ২০২৫ রোববার | আপডেট: ১০:৩২ পিএম, ২৯ জুন ২০২৫ রোববার

সামনে বিধানসভা নির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র হয়ে উঠেছে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। তৃণমূল কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে টানাপোড়েন। দলের অন্দরেই গড়ে উঠেছে দুই বিপরীত শিবির— একদিকে বিধায়ক জাকির হোসেন, অন্যদিকে জেলা সভাপতি ও সাংসদ খলিলুর রহমান ও তাঁর ঘনিষ্ঠ নেতারা।
মূল বিরোধ জঙ্গিপুর পৌরসভা ঘিরে। পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে উন্নয়নের অভাবের অভিযোগ তুলেছে বিরোধী দল কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং এমনকি তৃণমূলের একাংশ কাউন্সিলরও। তাঁরা যৌথভাবে অনাস্থা এনেছেন। সেইসঙ্গে অভিযোগের তীর বিধায়ক জাকির হোসেনের দিকেও।
এই প্রেক্ষাপটে, আজ পূর্ব পাড়ায় একুশে জুলাই উপলক্ষে তৃণমূলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যা কার্যত রূপ নেয় জাকির হোসেনের শক্তি প্রদর্শনের মঞ্চে। উপচে পড়া ভিড়ে পরিণত হয় সভাস্থল। দূরদূরান্ত থেকে বহু মানুষ এসে যোগ দেন। একুশে জুলাইকে সাফল্যমন্ডিত করা উদ্দেশ্যেই এবং দলকে মজবুত করা উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বর্তমান পরিস্থিতিতে যে বিজেপির রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধেও মানুষকে সজাগ করেন।। কিন্তু নিজের দলের মধ্যেই রয়েছে কোন দল সেই কোন দলকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল জঙ্গিপুর বিধানসভা।
সভা থেকে বিধায়ক দাবি করেন, “আমি সর্বক্ষণ মানুষের হয়ে কাজ করেছি, দুর্নীতির বিরুদ্ধে সজাগ থেকেছি।” তাই কিছু বিধায়ক আমার পেছনে লেগেছে। কিন্তু মানুষ আমার সঙ্গে রয়েছে।
আরো যে, সভা থেকেই নাম না করে তীব্র কটাক্ষ ছোঁড়েন পৌরসভার চেয়ারম্যানের দিকে— “এত কিসের লোভ? আমরা তো মানুষের হয়ে কাজ করি। কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয় বা কাজ করতে না পারে, উন্নয়ন করতে ব্যর্থ হয় তার পদে থাকার অধিকার নেই। এমনভাবে হুঁশিয়ারি দেন জাকির হোসেন।”
বিধায়ক জাকির হোসেন আরও বলেন, “আমার বিরুদ্ধে যারা কথা বলছে, তারা নিজেদের দুর্নীতি ঢাকতে চাইছে। ভাইস চেয়ারম্যান নিজেই কনট্রাক্টর, অথচ উন্নয়নের কোনও চিহ্ন নেই।”
তৃণমূলেরই প্রতি মন্ত্রী আখরুজ্জামান , ঈমানী বিশ্বাস এবং বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলকেও নিশানা করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তীব্র আক্রমণে বলেন, “সততা না থাকলে রাজনীতি হয় না।”
তিনি সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধেও সরব হন। বলেন, “সাংসদের ভাই ২০২১ কংগ্রেস থেকে দাঁড় করিয়েছেন — এটা পুরো পারিবারিক রাজতান্ত্রিক বানাচ্ছেন, এইসব যে ঘিরেই একেবারে উত্তপ্ত জঙ্গিপুর বিধানসভা।
উল্লেখ্য যে, মঞ্চ থেকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন জনগণের সামনে — “আমি নির্দল হয়েও লড়তে প্রস্তুত। দেখা যাক, মানুষ কাকে সমর্থন করে। আমি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা অনুসরণ করেই আমি সমস্ত কাজ করে যাচ্ছি। সর্বক্ষণ দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার কারণেই কি আমার বিরোধিতা করে?
সভা শেষে জাকির হোসেন বলেন, “মানুষ আমার সঙ্গে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি আগামীতেও মানুষের পাশে থাকব
উক্ত সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম ঘোষ সমাজসেবী রেজাউল করিম, শাহাদাত হোসেন ও একাধিক প্রতিনিধিগণ।