চুক্তিভিত্তিক কর্মীর মর্মান্তিক মৃত্যু, ফারাক্কা এনটিপিসি প্ল্যান্টে শোকের ছায়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৯ জুন ২০২৫ সোমবার | আপডেট: ০১:৪৭ পিএম, ৯ জুন ২০২৫ সোমবার

চুক্তিভিত্তিক কর্মীর মর্মান্তিক মৃত্যু, ফারাক্কা এনটিপিসি প্ল্যান্টে শোকের ছায়া
ফারাক্কা, ৭ জুন ২০২৫:
ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ৬ জুন, বৃহস্পতিবার গভীর রাতে, এমএস এন্টারপ্রাইজের মাধ্যমে নিযুক্ত এক চুক্তিভিত্তিক কর্মীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা কারখানা চত্বরে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশনের সিনিয়র কর্তারা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা।
পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, মৃত কর্মীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তাঁদের সবরকম সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনও ধরনের অনুমান বা গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নও নতুন করে উঠে এসেছে। তদন্ত রিপোর্ট প্রকাশের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।