রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

বৈশাখী - জ্যৈষ্ঠ অনুষ্ঠান

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৩ এএম, ১৭ মে ২০২৫ শনিবার | আপডেট: ০৯:০৩ এএম, ১৭ মে ২০২৫ শনিবার

বৈশাখী - জ্যৈষ্ঠ অনুষ্ঠান
মোঃ ইজাজ আহামেদ

বোলপুর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে দোলকচাঁপা কাজী নজরুল ফাউন্ডেশন প্রকৃতিত্ব চুরুলিয়া আম্বেদকর কালচারাল কলেজ এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পরিচালনায় বোলপুর শান্তিনিকেতনে অনুষ্ঠিত হল বৈশাখী - জৈষ্ঠ অনুষ্ঠান।  উপস্থিত ছিলেন আচার্য পদ্মশ্রী রতন কাহা এছাড়াও দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন প্রকৃত চুরুলিয়ার সম্পাদক সোনালি কাজী। আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস। আম্বেদকর কালচারাল কলেজের সভাপতি  অপূর্ব কুমার বিশ্বাস। নিখিল ভারত সাহিত্য সম্মেলনের  সম্পাদক ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী সহ বহু গুণী মানুষজন উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সাত জনকে বিশ্বকবি শান্তি সম্মান এবং সাতজনকে কাজী নজরুল সাহিত্য সম্বন্ধে ভূষিত করা হয়।  ১৫ ই মে সন্ধে ছটা থেকে রাত ১০ টা পর্যন্ত বোলপুর যুব আবাসে মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ই মে (পহেলা জ্যৈষ্ঠ ১৪৩২ সাল) সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়  বিশ্বভারতির ক্যাম্পাসে।