শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

ফের বেতবোনা গ্রামের মানুষের পাশে জেলা পুলিশ, বিভিন্ন সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দিলেন SP

প্রতিনিধি :অসীম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার | আপডেট: ০৪:৪৮ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

সামশেরগঞ্জের বেতবোনা এলাকার মানুষের পাশে জঙ্গিপুর জেলা পুলিশ। আজ শুক্রবার দুপুরে জঙ্গিপুর জেলা পুলিশের উদ্যোগে বেতবোনা গ্রামে প্রায় চল্লিশটি পরিবারকে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি পাঁচজন পরিবারকে দশ হাজার করে টাকাও প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে। মশারি কম্বল, বেডশীট প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ, সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা। প্রথম থেকেই বেতবোনা এলাকার ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে জঙ্গিপুর জেলা পুলিশ। তারই অংশ হিসেবে আজ আরো একবার বেতবোনা এলাকার মানুষকে বিভিন্ন সামগ্রী ও অর্থ প্রদান করা হলো পুলিশের পক্ষ থেকে