রাষ্ট্রপুঞ্জের তালিকায় জোড়া হোক পহেলগাঁও কাণ্ডে জড়িত টিআরএফ-এর নাম, দাবি ভারতের প্রতিনিধিদলের
পুষ্প প্রভাত ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২১ এএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ১১:২১ এএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার

রাষ্ট্রপুঞ্জে টিআরএফ-কে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার দাবি ভারতের
পহেলগাঁওয়ে পর্যটক হত্যা কাণ্ডে জড়িত ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-কে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানাল ভারত। লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন হিসেবে পরিচিত টিআরএফ প্রথমে এই হামলার দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করে। এই দ্বৈত অবস্থান ঘিরে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলেও।
পিটিআই সূত্রে খবর, বুধবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাস দমন দফতরের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রতিনিধিদল। পাশাপাশি নিরাপত্তা পরিষদের ‘১২৬৭ আল-কায়দা নিষেধাজ্ঞা কমিটি’-র কাছেও টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার অনুরোধ জানানো হয়।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এরপর থেকে পাকিস্তানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। রাষ্ট্রপুঞ্জের রুদ্ধদ্বার বৈঠকে সদস্য রাষ্ট্রগুলি লশকর-সম্পর্কিত প্রশ্ন তোলে এবং পাকিস্তানকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়।
২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির পরে টিআরএফের উত্থান হয়। কাশ্মীরের স্থিতাবস্থা নষ্ট করাই এই জঙ্গিগোষ্ঠীর মূল উদ্দেশ্য বলে দাবি ভারতের। এবার রাষ্ট্রপুঞ্জে তাদের নাম অন্তর্ভুক্তির জন্য সক্রিয় হল দিল্লি।