মানুষকে অভয়বাণী দিতে ধুলিয়ানে পাড়ায় পাড়ায় ঘুরলেন জঙ্গিপুরের নবনিযুক্ত পুলিশ সুপার, ও আইসি দিলেন আশ্বাস
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৭:৪৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

প্রতিদিন কোথাও না কোথাও জনসংযোগ অভয় বাণী দিয়ে চলেছেন প্রশাসন কর্মকর্তারা।
সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ এবং অভয়বাণী দেওয়ার উদ্দেশ্যে আজ মঙ্গলবার বৈকাল নাগাদ
সামশেরগঞ্জের ধুলিয়ানে বেতবোনা এলাকা ঘুরলেন জঙ্গিপুরের নবনিযুক্ত পুলিশ সুপার আইপিএস অমিত কুমার সাউ। ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষকে সঙ্গে নিয়ে সাধারন মানুষের দ্বারে দ্বারে যান এসপি। এদিন বেতবোনার একাধিক বাড়ি সহ এলাকায় ঘুরেন প্রশাসনিক কর্মকর্তারা।
কোন সমস্যায় পড়লে তারা বিভিন্ন আধিকারিক এর ফোন নাম্বার দেন। এবং এই নাম্বার গুলো এলাকায় পোস্টার আকারে দেওয়ালে দেওয়ালে লাগানো হয়।
যেমন
SDPO Jangipur -9147888374
BDO samserganj -9434770017
IC samserganj PS -9147888365
Samserganj police station helpline -8116080707
Jangipur control room -7478808888
বেশকিছুদিন আগেই সামসেরগঞ্জের ধুলিয়ান বেতবোনা এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যদিও বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে ধুলিয়ান বেতবোনা।সেই এলাকা
পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে এবং মানুষের মনে অভয়বাণী, বিশ্বাস ও মেলবন্ধন গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছে জঙ্গিপুর জেলা পুলিশের কর্মকর্তারা। পুনরায় দোকানপাট ও জীবন যাপন স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসতে কোনরকম সমস্যা হচ্ছে কি না তাও খতিয়ে দেখেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার। পুলিশ ও নবনিযুক্ত পুলিশ সুপারের তৎপরতায় সারা দেন সাধারণ মানুষ। মেলে পজিটিভ সাড়াও।